শুক্রবার ২২ আগস্ট ২০২৫ - ২২:০২
মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেহরানে আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন

আগামী ১৫ রবিউল আউয়াল ইরানের রাজধানী তেহরানে আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন মাজমায়ে জাহানী তাকরিবে মাজাহেবে ইসলামির মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন হামিদ শহরিয়ারি।

হাওজা নিউজ এজেন্সি: তিনি জানান, এবারের সম্মেলনে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন এবং যারা সরাসরি উপস্থিত হতে পারবেন না, তাদের জন্য অনলাইনে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

হুজ্জাতুল ইসলাম শাহরিয়ারি আরও বলেন, সম্মেলনের আয়োজনকে সফল করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গুলেস্তান প্রদেশে অনুষ্ঠিত মাজমায়ে তাকরিবের সর্বোচ্চ পরিষদের ২৫তম বৈঠকে তিনি আহলে সুন্নাত ও শিয়া আলেমদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, গোলেস্তানের আলেমরা সাম্প্রতিক ১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি প্রদান করে শিয়া-সুন্নি ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, মাজমায়ে তাকরিবে মাজাহেবে ইসলামির সাংস্কৃতিক বিষয়ক সহকারী পদে গুলেস্তানের প্রখ্যাত সুন্নি শিক্ষাবিদ ও খোয়ারেজমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসেরকুলি সারলি-কে নিয়োগ দেওয়া হয়েছে, যা দেশের জাতিগত ও ধর্মীয় সক্ষমতাকে কাজে লাগানোর প্রতিফলন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha